Please wait...
  • +880 1309105520
  • +880 1309105520
This is logo

EIIN:
Institution Code:
Center Code:
Estd Year: 1918

নোটিশ
মোহাম্মদ জসিম উদ্দিন, প্রধান শিক্ষক

মোহাম্মদ জসিম উদ্দিন, প্রধান শিক্ষক

মোহাম্মদ জসিম উদ্দিন, প্রধান শিক্ষক

বিসমিল্লাহির রাহমানির রাহিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গোমতী নদীর কোলঘেষে উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়টি ১৯১৮ সালে প্রতিষ্ঠিত। দাউদকান্দির একমাত্র প্রাচীন প্রতিষ্ঠান যাহা জাতি গঠনের সুতিকাগার। অনেক ত্যাগ ও পরিশ্রমের ফসল আজকের এই বিদ্যাপীঠ। প্রাচীন কাল থেকেই অত্যন্ত সুনামের সহিত এই বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। এই বিদ্যালয়টি অনেক জ্ঞানী গুনী ও স্বনাম ধন্য ব্যক্তিত্বের জন্ম দিয়েছে। বহুকাল ধরে এই বিদ্যালয়টিতে অনেক নামী দামী শিক্ষক, পন্ডিত ও দক্ষ ম্যানেজিং কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। আমি এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। বিদ্যালয়টিতে তিনটি শাখা পরিচালিত (১) দিবা (২) প্রভাতি (৩) ভোকেশনাল। প্রায় ৩৫০০ জন ছাত্র/ছাত্রী এই বিদ্যালয়টিতে পড়াশুনা করে। দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়টিকে আধুনিক ও বর্তমান প্রযুক্তির সাথে মিল রেখে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই। সাফল্যের জন্য পরিশ্রমের বিকল্প নেই। ছাত্র/ছাত্রীদের প্রযুক্তিগত শিক্ষায় গড়ে তোলার জন্য বিদ্যালয়টিতে একটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শ্রেণী কক্ষ তৈরী করা হয়েছে। আমি আমার জীবনের সর্বচ্চো শ্রম ও মেধা দিয়ে হলেও বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, মান উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখব। দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয় কুমিল্লা জেলার সেরা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করব এটাই আমার অঙ্গীকার।