Please wait...
  • +880 1712165195
  • +880 1712165195
নোটিশ
সভাপতির বক্তব্য

সভাপতির বক্তব্য

সভাপতির বক্তব্য

শতাব্দী পেরিয়ে ঐতিহ্যবাহী দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয় আদর্শনিষ্ঠ ছাত্র ছাত্রী তৈরি করে তার ঐতিহ্যকে গৌরবান্বিত করে রেখেছে। আমাদের স্বপ্ন বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা। যার মধ্য থেকে বেরিয়ে আসবে সৎ নিষ্ঠাবান, দায়িত্বশীল, সুশৃঙ্খল এবং, কর্মমূখী জ্ঞানসমৃদ্ধ ছাত্র ছাত্রী। এসব ছাত্র ছাত্রী কর্ম জীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার, সমাজ, দেশ ও সর্বোপরি গণমানুষের কল্যাণে কিছু করতে পারি তবেই সার্থক হবে আমাদের সব আয়োজন ও প্রয়াস।