Please wait...
  • +880 1309105520
  • +880 1309105520
This is logo

EIIN:
Institution Code:
Center Code:
Estd Year: 1918

নোটিশ
২০২১ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদনের নিয়মাবলী

২০২১ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদনের নিয়মাবলী

দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হয়েছে। অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া ১৩/১২/২০২০ ইং থেকে শুরু করে ২৭/১২/২০২০ ইং চলবে। সম্মানিত অভিভাবকগণকে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। 

অনলাইনে ভর্তির আবেদনের নিয়মাবলী 

  • ভর্তি আবেদনের জন্য জনতা ব্যাংক, দাউদকান্দি শাখায় দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ের নামে,  সঞ্চয়ী হিসাব নম্বরঃ ০০২০০৬৪৪৪ এ ভর্তির আবেদন ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে। 
  • ব্যাংকে টাকা জমা দেয়ার পর বিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইনে ভর্তি আবেদন ফরম সঠিকভাবে পূরন করতে হবে। 
  • অনলাইনে ভর্তির আবেদনের পর আবেদনের আইডি নম্বর এবং মোবাইল নম্বর টাকা জমা দেয়ার রশিদের পিছনে লিখে বিদ্যালয়ের অফিস কক্ষে সকাল ৯.০০ ঘটিকা হতে দুপুর ১.০০ ঘটিকার মধ্যে জমা দিতে হবে। অন্যথায় ভর্তি আবেদন বাতিল বলে গন্য হবে।
  • আবেদনে অবশ্যই ছাত্র-ছাত্রীর নিজের পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। ভিন্ন কোন ছবি ব্যবহার করা যাবেনা। 
  • আবেদন ফরমের সকল ঘর ইংরেজী বড় হাতের অক্ষরে পুরন করতে হবে। কোন তথ্য ঘর খালি রাখা যাবেনা। 

নির্দেশক্রমে              

আলহাজ্ব মোহাম্মদ জসীম উদ্দিন

প্রধান শিক্ষক             

মোবাইলঃ ০১৩০৯-১০৫৫২০